ইউএনও পরিচয় দিয়ে কাউন্সিলরের চাঁদাবাজী

প্রকাশিত


নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় ইউএনও পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে এক কাউন্সিলরের বিরুদ্ধে। এ ব্যাপারে সোনারগাঁ পৌর মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ী দিলিপ চন্দ্র দাস জানান, সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল গত ১১ ডিসেম্বর পৌরসভার আদমপুর বাজারে আমার খাবার হোটেলে এসে ইউএনও কথা বলবে বলে আমার হাতে কাউন্সিলরের মোবাইল ধরিয়ে দেয়। অপর প্রান্ত থেকে ইউএনও’র পরিচয় দিয়ে আমার মুঠোফোন নম্বর চাইলে আমি নম্বর দেই। পরে অন্য একটি নম্বর থেকে সোনারগাঁয়ের ইউএনও পরিচয়ে আমার দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল জরিমানার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। পরে আমি ১০ দশ হাজার টাকা দিতে রাজি হলে এই নম্বরে (০১৯২৯৬৮৬৭৯৩) বিকাশ করতে বললে তা পাঠিয়ে দিই। পরে আমি লোকজন নিয়ে ইউএনও অফিসে গিয়ে জানতে পারি ইউনও ওই দিনই বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। বিষয়টি সন্দেহ হলে মোবাইল নম্বর চেক করে জানতে পারি ওই মোবাইল নম্বর কাউন্সিলর শাহজালালের। ভুক্তভোগী আরো বলেন, এভাবে ইতিপূর্বে অনেকের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে ওই কমিশনার।

সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান জানান, অভিযোগের বিষয়টি ফৌজদারি কার্যবিধির হওয়াতে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জের নিকট ফরোর্য়াড পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় এবং এর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত কাউন্সিলর শাহজালাল বলেন, আমি প্রতারণার শিকার হয়েছি। আমাকে প্রথমে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে ব্যবসায়ী দিলীপকে চাইলে আমি তাকে ফোন ধরিয়ে দেই। পরে আমার মোবাইলটি নিয়ে চলে আসি। এরপর কি হয়েছে আমি জানিনা।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, কমিশনার শাহজালালের ব্যপারে একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মুস্তাফা মুন্না অভিযোগ পাওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, এ বষিয় গুরুত্বসহ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান