সোনারগাঁয়ে জাতীয় পার্টির বিজয়ী চেয়ারম্যানকে গণসংবর্ধণা

প্রকাশিত



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়নে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যানকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে শম্ভূপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাহ মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শম্ভূপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজ্বী মোঃ মনির হোসেন তোতার সভাপতিত্বে ও মোঃ আনিসুজ্জামান রিপন ও মোঃ মোস্তাফিজুর রহমান কবির এর ব্যবস্থাপনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজ্বী আব্দুর রউফ কে গন সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য গত ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শম্ভূপুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ৫১৬ ভোট পরাজিত করে চতুর্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুর রউফ চেয়ারম্যান। এসময় শম্ভূপুরা ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান