মেয়র আব্বাসকে সরাতে কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাব

প্রকাশিত



বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটুক্তিকারী রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলী এবার মেয়র পদও হারাচ্ছেন। মেয়র পদ থেকে তাঁকে সরাতে কাটাখালি পৌরসভার সকল কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করছেন। এরই মধ্যে অনাস্থা প্রস্তাবে সকল কাউন্সিলর একযোগে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে এমপি আয়েন উদ্দিন কাটাখালি পৌরসভার মেয়র আব্বাসকে খুনি মোস্তাকের প্রেতাত্মা বলে আখ্যায়িত করে তাকে দলীয় সকল পদ থেকে সরানো হবে বলে জানান।

পরে আয়েন উদ্দিন বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে কাটাখালি পৌরসভার সব কাউন্সিলর মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য একযোগে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে আব্বাসকে পৌর মেয়রের পদ থেকে সরানোর একটি প্রক্রিয়া তৈরি হলো।’

আপনার মতামত জানান