বাংলার বাঘিনীদের সামনে যুক্তরাষ্ট্র আজ

প্রকাশিত

টি-টোয়েন্টির চারটি বিশ্ব আসরে খেললেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এখন বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই নিগার সুলতানারা হারিয়েছে পাকিস্তানকে। বাছাই পর্বের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ের হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাস নিয়ে হারারেতে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানে জন্ম নেওয়া একাধিক খেলোয়াড় আছেন যুক্তরাষ্ট্রে। অধিনায়ক সিন্ধু শ্রীহার্সা খেলেছেন ভারতের ‘এ’ দলে। ব্যাটার সারা ফারুকের জন্ম লাহোরে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। আজ বিশ্বকাপ বাছাই পর্বের ওয়ানডেও জিততে মুখিয়ে জাহানারা-সালমারা। নিজেদের গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়াও খুব কঠিন হওয়ার কথা নয়। কারণ পাকিস্তান বাদে গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

আপনার মতামত জানান