খন্দকার পনির এর রম্য ছড়া

প্রকাশিত

পাশের বাড়ির ব্যাঙ ( প্রতিকী রম্য ছড়া)

পাশের বাড়ির ব্যাঙ,
হাপুস হুপুস করছে বসে
ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ।
আমি বলি ওরে ব্যাঙ
কি বলছো এতো?
আমার কাজ আমি করি
তোমরা যাও ক্ষেত।
আমার ঘরে মেহমান আসে
তোমার কি জ্বালা?
দূরে থাক তুমি এবার
কান ঝালাপালা।

আপনার মতামত জানান