সোনারগাঁয়ে উচ্ছেদ করা ফুটপাত আবার দখল হবে!
উচ্ছেদের পর আরো বেশি অগ্রীম নিয়ে, আরো বেশি ভাড়ায় বসবে দোকান এমনই তথ্য জানিয়েছে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা জানান বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে এক ব্যবসায়ী জানান, উচ্ছেদে আমরা সর্বশান্ত হলেও লাভবান হয় প্রভাবশালী দখলদাররা। তারা আবারও পুলিশকে ম্যানেজ করে দোকান বসিয়ে এককালীন মোটা অংকের টাকা হাতিয়ে নিবে। মাসে মাসে লাখ লাখ টাকা চাঁদা তুলবে।
পথচারীরা জানান, ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর কারনে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। হাইওয়ে থানায় নতুন ওসি আসলেই উচ্ছেদ নাটক করে যাতে তাঁর সাথে নতুন চুক্তি করে দোকান বসায়। আপনারা দেখবেন সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই ফুটপাত দখল করে আবারো দোকান বসবে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানপাঠ ও অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু ব্যবসায়ী। বিশেষ করে জনবসতিপূর্ন এলাকা কাঁচপুর ও মোগরপাড়া এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশী। মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট তৈরী করার ফলে যানবাহন চলাচল ও জনসাধারনে চলাচলে বাঁধাগ্রস্থ হচ্ছে। বিশেষ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী, নারী ও শিশুরা। যানবাহন ও জনসাধারণের সুবিধার্থে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তার দুপার্শের প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো জানান, উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে দোকানপাঠ তৈরী করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত জানান