মানহানি মামলায় সাংবাদিক আল আমিনের তিন মাসের কারাদন্ড
মানহানির অভিযোগে এক মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও বাংলাভিশন টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি আল আমিনকে তিন মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রায় দেন। এসময় আসামি আল আমিন অনুপস্থিত ছিলেন।
মামলার বাদী সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার হীনমানসে সাংবাদিক আল আমিন তার ও তার পরিবারের সদস্য এবং স্বজনদের জড়িয়ে ‘‘৮০ লাখ টাকা নিয়ে উধাও’’ শিরোনামে দৈনিক বাংলাদেশ পত্রিকায় ২০১৭ সালের ১৭ জানুয়ারি একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন। পরবর্তীতে বিষয়টি তার দৃষ্টিগোচর হয়। পরে তিনি ২০১৭ সালের ২৯ মার্চ আদালতে মানহানির মামলা দায়ের করেন।
শেষ পর্যন্ত মামলায় তিনি বিজ্ঞ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, যারা প্রথম সারির সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে হীনস্বার্থ চরিতার্থে লিপ্ত তাদের জন্য এ রায় উদহারন হয়ে থাকবে। আমি পত্রিকার মালিক ও সম্পাদকদের অনুরোধ করে বলব আপনারা প্রতিনিধি নিয়োগের পূর্বে অবশ্যই তাদের আমলনামা দেখে নিয়োগ দিবেন অন্যথায় পত্রিকার সুনাম নষ্ট হবে। তিনি আদালতের ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত জানান