সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির নেতাকর্মী ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
রবিবার (১৫ আগস্ট) সকালে বাংলাদেশ লোক ওকারুশিল্প ফাউন্ডেশনে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কাযে পুস্পস্তবক অর্পণ করে গভীর শোক শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের উদযাপন করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ কায়সার হাসনাত, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম নান্নু. কামাল মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমূখ।
শোক দিবস উদযাপনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সবাইকে আপন ভাবতেন, তিনি সবাইকে বিশ্বাস করেছেন। বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল, বাঙালী কখনও তার কোন ক্ষতি করবে না। অথচ এই আস্থার মূল্য তাঁকে জীবন দিয়ে দিতে হলো।
যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, যে বঙ্গবন্ধু সারাজীবন দেশ ও পরাধীন মানুষকে স্বাধীনতা দিয়ে গেলেন, সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। পৃথিবীতে এরচেয়ে কলঙ্কময় ইতিহাস আর নেই।
এ সময় সাবেক সাংসদ কায়সার হাসনাত বলেন, স্বাধীন দেশের জন্মদাতাকে হত্যা করা মানে সে দেশটিকে হত্যা করা, সে দেশের ইতিহাসকে হত্যা করা; যা ৭৫ এর ঘাতকরা চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধু যেহেতু একটি আদর্শ অনুভূতির নাম। তাই ঘাতকরা তাদের সে লক্ষ পূরণ করতে সফল হয়নি। কেননা আদর্শকে কখনও হত্যা করা যায় না।
আপনার মতামত জানান