সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। জন্মদিন উদযাপন উপলক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, কেককেটে জন্মদিন উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ আগস্ট সকাল ৯টায় উপজেলা চত্ত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ইউএনও’র উদ্যোগে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, ভাইস চেয়ারম্যান মোশাররফ ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি সহ ইউপি পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা সহ অন্যান্য দফতরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ কামাল ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মহান মুক্তিযুদ্ধ, ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক কর্মকা-, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ— সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি। শেখ কামালের অকালমৃত্যুতে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তো বটেই, রাজনীতিতেও এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়। ‘আবাহনী ক্রীড়া চক্র’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আধুনিক ফুটবলের উন্মেষ ঘটিয়েছিলেন শেখ কামাল।
আপনার মতামত জানান