নারায়ণগঞ্জের ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত

একই ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংস আর বাসি মাংস রাখার অপরাধে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর নারায়ণগঞ্জ শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।

সোমবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

মো. সেলিমুজ্জামান জানান, রেস্তোরাঁটির বিরুদ্ধে অভিযোগ ছিল তারা খাবারের মান ঠিক রাখেন না। অনলাইনে যারা অর্ডার করেন তাদের ঠিকমতো খাবার সরবরাহ করা হয় না। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, একই ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংস এবং রান্না করা বাসি মাংস রাখা হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, ‘ফিরনি ও ফালুদাসহ বোতলজাত কিছু খাবারে মূল্য লেখা ছিল না। ক্রেতাদের কাছে তারা ইচ্ছেমতো দাম রাখছিলেন। এসব কারণে জরিমানা করা হয়েছে।’

আপনার মতামত জানান