নারায়ণগঞ্জে ছেলের ওপর অভিমানে মায়ের আত্মহত্যা

প্রকাশিত

পেয়ারা পাড়তে নিষেধ করার পরও না শোনায় নারায়ণগঞ্জে ছেলের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন তাহমিনা সুলতানা (৩৫) নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার (৮ জুলাই) জেলার আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

আনোয়ার হোসেন বলেন, ছেলে বাড়ির পেয়ারা গাছ থেকে বার বার পেয়ারা পেড়ে নষ্ট করছিল। তাহমিনা সুলতানা তাকে পেয়ারা পাড়তে নিষেধ করেন। মায়ের কথা না শুনে আবারও পেয়ারা পাড়তে গেলে রাগে ও ক্ষোভে তিনি বিষপান করেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলার হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। পথে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান