নেদারল্যান্ডসে গুলি করে খুন প্রখ্যাত এক সাংবাদিককে
নেদারল্যান্ডসের আমস্টার্ডামে প্রখ্যাত অপরাধবিষয়ক সাংবাদিক পিটার আর ডি ভ্রাইসকে অস্ত্রধারী গুলি করেছে দুর্বৃত্তরা।
আমস্টার্ডামে মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত পিটার রাস্তায় পড়ে ছিলেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
একটি টিভির শোতে অংশ নেওয়ার কয়েক মিনিট পরেই রাস্তায় তার ওপর ওই হামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি রাস্তায় পড়ে আছেন। তার মাথায় গুলি করা হয়েছে। খুব কাছ থেকে ৫ রাউন্ড গুলি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তিনি অপরাধ নিয়ে কাজ করছিলেন।
এ জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল। এর পর থেকেই কর্তৃপক্ষ তাকে পুলিশি নিরাপত্তা দিয়েছিল। তা সত্ত্বেও কীভাবে তাকে গুলি করা হলো তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আমস্টার্ডামের মেয়র ফেমকি হালসেমা বলেছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সাংবাদিক পিটার। তার ওপর এ হামলাকে তিনি নিষ্ঠুর ও হৃদয়হীন হামলা বলে এর নিন্দা জানিয়েছেন। ওদিকে পুলিশ বলছে— এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারা তিনজনকে গ্রেফতার করেছে।
সূত্রঃ যুগান্তর।
আপনার মতামত জানান