‘খলনায়ক’ এমবাপ্পেকে যে বার্তা দিলেন পেলে

প্রকাশিত

সেরা তারকা হলেই যে সবসময় সাফল্য এসে ধরা দেবে তা কখনই নয়। সবসময় যে দলের ত্রাতা হবেন তাও নয়। ইউরো মঞ্চে সোমবার রাতে বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

এদিন শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে সুইজারল্যান্ডের জয়ে ‘খলনায়কে’ পরিণত হয়েছেন এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপ এমবাপ্পেকে রাজা বানিয়েছিল। ইউরো-২০২০ ফকির বানিয়ে দিল! অথচ এবারের ইউরোতে ফ্রান্সের স্বপ্নসারথি ছিলেন এমবাপ্পে।

কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার রাতের ম্যাচে ১১০তম মিনিটে সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়েও পাশের জালে মারেন পিএসজি ফরোয়ার্ড। এই গোলটি দিতে পারলে ম্যাচ টাইব্রেকারেই গড়াত না।

এরপর টাইব্রেকারে বল জালে জড়াতে ব্যর্থ হন এমবাপ্পে। প্রথমবারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মাতে সুইসরা।

এমবাপ্পের এমন সব হতাশাজনক পারফরম্যান্সে ইউরো-২০ থেকে ছিটকে গেলেন ফরাসি জায়ান্টরা।

এতে দেশজুড়ে যখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এমবাপ্পে তখন কোচ দিদিয়ে দেশম ও ফুটবলের রাজা পেলেকে পাশে পেয়েছেন এ তরুণ ফরাসি ফরোয়ার্ড।

এমবাপ্পেকে সান্ত্বনা দিয়ে টুইটারে ফুটবল সম্রাট লিখেছেন, ‘কিলিয়ান মাথা উঁচু রাখো। আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথমদিন।’ দুঃসময়ে কোচ দিদিয়ের দেশমেরও সমর্থন পাচ্ছেন এমবাপ্পে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ের দেশম জানান, শেষ শটটি নিজে থেকেই নিতে চেয়েছিল এমবাপ্পে। দেশের জন্য সেরাটা দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান