এবার বাস বিড়ম্বনায় মেহজাবিন
মেহজাবিন আগেই বসে ছিলেন বাসে। পরে এসে পাশে বসেন অপুর্ব। মেহজাবিনের গন্তব্যে পৌছার বসা থেকে উঠে দাঁড়ান। কিন্তু বিপত্তিটা বাঁধে তখনই। মেহজাবিনের জামা ছিঁড়ে যায়। কারণ, অপূর্ব বসে ছিলেন তার জামার ওপর। এই ঘটনায় বেশ ক্ষিপ্ত হন মেহজাবিন।
সেই সময় মনের ভুলে নিজের ফোন বাসের সিটে রেখে নেমে যান। ফেলে যাওয়া সেই মোবাইল ফেরত দিতে অপূর্ব যান তার কাছে। ফোনটি হস্তান্তরের মুহূর্তে ফোনটি নিয়ে যায় ছিনতাইকারী। এ অবস্থায় মেহজাবিন ধরে নেন যে অপূর্ব তার জন্য অপয়া একজন মানুষ। কারণ তার সংস্পর্শে আসার কারণেই এই বিড়ম্বনায় পড়তে হলো মেহজাবিনকে।
পাঠক, ঘটনাটি বাস্তবে ঘটেনি। এটি একটি নাটকের গল্প। নাটকটির নাম ‘শনির দশা’। রাজীব আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটিতে শাওলী চরিত্রে মেহজাবিন এবং সুমন চরিত্রে অপূর্ব অভিনয় করেছেন।
এ নাটকে প্রসঙ্গে মেহজাবিন বলেন, গল্পটি বেশ মজার। কাকতালীয়ভাবে আমাদের পরিচয় হয় পাবলিক বাসে। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক অঘটন। আমি অভিনয় করে তৃপ্তি পেয়েছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে নাটকটি।
এটি আগামী ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে আগামী ঈদে মেহজাবিনের নাটক প্রচার হবে প্রায় সব টিভি চ্যানেলে।
সূত্রঃ যুগান্তর।
আপনার মতামত জানান