রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার

প্রকাশিত

সময়ের সেরা তিন খেলোয়াড়ের দুইজন হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালাদো ও ব্রাজিলের নেইমার। দেশের হয়ে দুজনই খেলেন দুর্দান্ত। দেশের হয়ে দুজনই জিতেছেন বড় ট্রফি। তবে আন্তর্জাতিক ফুটবলে কয়েকটি জায়গায় রোনালদোর চেয়ে অনেক এগিয়ে নেইমার।

আজ রোববার দিবাগত রাতে বেলজিয়ামের বিপক্ষে গোল করতে পারলে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন রোনালদো। পতুগালের হয়ে রোনালাদোর গোলসংখ্যা ১০৯টি। ইরানের আলী দাইয়েরও রয়েছে সমানসংখ্যক গোল।

অন্যদিকে ব্রাজিলের হয়ে নেইমারের গোলসংখ্যা ৬৮টি। তবে গোলে অ্যাসিস্টের ক্ষেত্রে রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার। মাত্র ১০৮ ম্যাচ খেলে নেইমার অ্যাসিস্ট করেছেন ৪৮টি গোলে। অন্যদিকে ১৭৮ ম্যাচে রোনালদোর অ্যাসিস্ট মাত্র ৩২টি।

ম্যাচপ্রতি গোলের হিসেবেও এগিয়ে আছেন নেইমার। নেইমারের ম্যাচপ্রতি গোলের হার ০.৬৩। অন্যদিকে রোনালদোর ম্যাচপ্রতি গোলের হার ০.৬২। রোনালদোর বয়স ৩৬ হয়ে গেছে। অন্যদিকে নেইমারের বয়স ২৯। যেভাবে খেলছেন অবসরের আগে হয়তো রোনালদোর গোলসংখ্যাকে ছাড়িয়ে যাবেন নেইমার।

আপনার মতামত জানান