এবার কোকাকোলার বোতল সরালেন ম্যানুয়েল!
কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা মহাবিপদে পড়ে গেছে। এক ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দেওয়ায় তাদের ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৩৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এবার তাদের কফিনে আরও একটা পেরেক ঠুকে দিলেন ইতালির তারকা ফুটবলার ম্যানুয়েল লুকাতেল্লি!
চলতি ইউরো কাপের অন্যতম স্পনসর হল কোকাকোলা। যে কারণে সংবাদ সম্মেলনের টেবিলে সেই পানীয় রাখা থাকে। হাঙ্গেরির বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে এসে সামনে রাখা কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, স্বাস্থ্য সচেতন রোনালদো কোমল পানীয়ের বদলে সবাইকে পানি খাওয়ার পরামর্শ দেন।
পাঁচবারের বর্ষসেরার দেখানো পথেই যেন হাঁটলেন ম্যানুয়েল। গত বুধবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর ম্যাচসেরা হিসেবে সংবাদ সম্মেলনে এসে চেয়ারে বসার আগে সামনে থাকা কোকাকোলার দুটি বোতল চোখে পড়তেই সরিয়ে ফেলেন। তার বদলে সামনে এনে রাখেন পানির বোতল। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লুকাতেল্লি।
সূত্রঃ কালেরকণ্ঠ।
আপনার মতামত জানান