‘হেরেও হুঁশ ফেরেনি! বাংলা দখল করার কী মরিয়া চেষ্টা’ -সায়নী

প্রকাশিত

নারদ মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কয়েকজন নেতা গ্রেফতার রয়েছেন মাসখানেক যাবত। বিষয়টি নিয়ে এবার টুইটারে বিস্ফোরক মন্তব্য করেছেন সায়নী ঘোষ।

তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট শেয়ার করে তার কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী শাসন জারি হয়নি তাই রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা?’

লকডাউনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের এই আচরণে বিস্মিত হয়েছেন সবাই। প্রতিবাদে পথে নেমে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিশৃঙ্খলা এড়াতে পরে দলীয় কর্মীদের সংযত থাকার অনুরোধ জানান অভিষেক।

তার টুইট পোস্ট করে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন সায়নী। নাম উল্লেখ না করে বলেন, ‘হেরেও হুঁশ ফেরেনি! বাংলা দখল করার কী মরিয়া চেষ্টা। প্রধানমন্ত্রী শাসনের চেষ্টা করে ২১৩ ভোটের ধাক্কায় ধরাশায়ী। এ বার রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা?’ এরপরেই হুশিয়ারি করে দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমরাও দেখে নেব’।

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান