অ্যালপ্যাথিকে “নির্বোধ এবং দেউলিয়া” বলায় জরিমানা হতে পারে যোগগুরু রামদেবের
যোগগুরু রামদেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের করা সাম্প্রতিক মন্তব্যের কারণে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উত্তরাখণ্ড ডিভিশন তার বিরুদ্ধে ১ হাজার কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছে।
নোটিশে বলা হয়েছে, যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার করে একটি ভিডিও পোস্ট না করেন ও ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা না চান তবে তাকে ১ হাজার কোটি রুপি দিতে হবে।
উত্তরাখণ্ড ডিভিশন রামদেবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এই মর্মে ইউনিট প্রেসিডেন্ট ড. অজয় খান্না মুখ্যমন্ত্রী চীরথ সিং রাওয়ত এবং মুখ্য সচিবকে চিঠিও দিয়েছেন। রামদেবের অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্যের জন্য আইএমও সহ অন্যান্য চিকিৎসদের তীব্র অসন্তোষের কথা বলা হয়েছে চিঠিতে। এরইমধ্যে রামদেবের কাছে পাঠানো হয়েছে আইনি নোটিস।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে রামদেব বলেছেন, “অনেক মানুষ শুধু অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য মারা গিয়েছেন। যারা চিকিৎসা বা অক্সিজেন পাননি বলে মারা গিয়েছেন, তাদের চেয়ে অনেক বেশি।” তিনি অ্যালপ্যাথিকে “নির্বোধ এবং দেউলিয়া” বিজ্ঞান হিসাবেও অভিহিত করেন।
আপনার মতামত জানান