শ্রীলংকা সিরিজ পরিচালনায় থাকছেন যারা
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ সামনে রেখে ম্যাচ পরিচালকদের তালিকা প্রকাশ করেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পরিচালনায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।
২৩ মে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। আর থার্ড আম্পায়ার তথা টেলিভিশন আম্পায়ারের ভূমিকা পালন করবেন গাজী সোহেল। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
২৫ মে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেলকে। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ।
২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও তানভীর আহমেদ। আর তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পরিচালনা করবেন হেনরি এলিসন।
আপনার মতামত জানান