চেয়ারম্যানের মোড়কবন্দী খামে প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত



বিশেষ প্রতিনিধি, ডেইলি সোনারগাঁ :
ঈদকে সামনে রেখে করোনায় বেকার হয়ে যাওয়ায় বিভিন্ন পেশার হত দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ৪৫০ টাকা নিজের ব্যক্তিগত আর্থিক অনুদান হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

জানা যায়, ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বেকার হয়ে যাওয়ার বিভিন্ন পেশার হত দরিদ্র মানুষের মধ্যে ৪৫০ টাকা বরাদ্দ দেয় সরকার। সে টাকা সুবিধাভোগীদেও কাছে পৌছে দিয়ে নিজেদের অনুদান জাহির করতে অভিনব উপায় ব্যবহার করেছে। তারা প্রধানমন্ত্রীর অনুদানের টাকা নিজেদেও ছবি সংবলিত খামে ভওে বিলি করার কারনে অনেক সুবিধাভোগীকে বলতে শোনা গেছে,‘দেশের সরকার আমাগো লইগা কিছু না করলেও চেয়ারম্যান সাব আমাগো ঈদ খরচের জন্য টাকা দিছে।’



এটি প্রধানমন্ত্রীর অনুদান এটা সুবিধাভোগীদের বুঝাতে সচেতন মহল ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতারা মাঠ পর্যায়ে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। এ বিষয়ে তারা জানান, জাতীয় পার্টি ঘেষা চেয়ারম্যান খামে নিজেদেও ছবি দিয়ে প্রধানমন্ত্রীর অনুদানকে নিজেদেও বলে জাহির করছে। অথচ খামে যদি প্রধানমন্ত্রীর সাথে তাদেও ছবি রাখা হতো তবে তার গুরুত্ব বেড়ে যেত।

সুবিধাভোগী নুরু মিয়া জানান, কেউ না বুঝলেও আমি বুঝি। চেয়ারম্যানগো নিজেদেও কিছু দেওয়ার মুরদ নাই সরকার যা দেয় হেইডাই নিজেগো বলে প্রচার করে। এর আগেও আমার পোলাওে স্কুলতে সরকারি ব্যাগ দিছে, ব্যাগে দেহি চেয়ারম্যানের ছবি। এইডা বড় অন্যায়।

স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান জনগনের মধ্যে টাকা বিতরণ করার সময় তাদের দুই চেয়ারম্যান নিজেদের ছবি খামের উপর ছাপিয়ে খামের ভিতরে ৪৫০ টাকা ভর্তি করে এলাকায় প্রচার চালায় যে, ‘এই টাকা ব্যাক্তিগত ভাবে আপনাদের উপহার দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ এর পূর্বেও এলজিএসপি’র ব্যাগে জাহিদ হাসান জিন্নাহ নিজের ছবি ছাপিয়ে নিজের অনুদান হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করেছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি অর্থ নিজের বলে চালিয়ে দেওয়ার অভিযোগ এনে ,বিক্ষোভে ফেটে পড়েছে সনমান্দী ও নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে সনমান্দী ইউনিয়নের যুবলীগ নেতা বলেন, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিজের অর্থ বলে চালিয়ে দিয়ে আমাদের দলের বদনাম করেছেন আমরা তার শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান জানান, প্রধানমন্ত্রীর উপহারের টাকা আমার ছবিযুক্ত খামে ভরে দেওয়ার মধ্যে দোষের কিছু দেখছি না। খামে কেন প্রধানমন্ত্রীর ছবি না দিয়ে শুধুমাত্র নিজের ছবি ছাপালেন এ প্রশ্নের কোন তিনি দেননি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, চেয়ারম্যানদের বার বার নিষেধ করার পরও তারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের টাকা নিজেদের ছবিযুক্ত খামে বিলি করেছে। শুধু তা ই নয় তারা নিজেদের ছবি দিয়ে ব্যানারও ছাপিয়েছে। যা সম্পূর্ণ অন্যায় এবং নিয়ম বর্হিভ’ত কাজ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তপক্ষকে অবিহিত করব।

আপনার মতামত জানান