দুস্থদের সহায়তায় জ্যাকলিন

প্রকাশিত

ভারতে বেড়েই চলেছে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার। লকডাউনের কারণে অনেক মানুষ কাজ হারিয়ে পথে বসেছেন। এই সময় দুর্গতদের পাশে দাঁড়াতে অনেক তারকা এগিয়ে এসেছেন। সেই জের ধরেই এবার এগিয়ে এলেন বলিউডের বম্বশেল খ্যাত জ্যাকলিন ফার্নান্ডেজ। দুর্গতদের সহায়তায় রাস্তায় নেমেছেন তিনি।

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে সম্প্রতি দেখা গিয়েছে ক্ষুধার্তদের নিজে হাতে খাবার পরিবেশন করতে। সৌজন্যে রোটি ব্যাঙ্ক নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জ্যাকলিন এই সংস্থার রান্নাঘরে গিয়েছিলেন। সেখানেই তিনি নিজের হাতে দুঃস্থদের খাবার পরিবেশন করেন।

তার এই কাজের ছবি ভক্তদের সঙ্গে নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে দেখা যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা ইওলো ফাউন্ডেশনের টি শার্ট পরা। কিছু দিন আগেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে তিনি মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরেছিলেন। রোটি ব্যাঙ্ক ও ইয়োলো ফাউন্ডেশন যৌথ ভাবে এই কাজে সহায়তা করেছে।

ছবির সঙ্গে নিজের মনের ভাবনা জানান অভিনেত্রী। মাদার তেরেসার একটি উক্তি সেখানে উল্লেখ করেন জ্যাকলিন। তিনি রোটি ব্যাঙ্ককে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ দিন ধরে এই সংস্থা লক্ষাধিক মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে যা একটি অভাবনীয় ব্যাপার।

ইউ ওনলি লিভ ওয়ান্স বা ইওলো ফাউন্ডেশনের শুরু করেছেন জ্যাকলিন। এই সংস্থা কাজ করবে আর্তদের জন্য। এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যোগ দিয়েছেন তিনি। যার প্রথম ধাপ হিসেবে রোটি ব্যাঙ্কের সঙ্গে একযোগে এই মাসে এক লক্ষ মানুষকে খাবার দেওয়ার শপথ নেওয়া হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের মাস্ক ও স্যানিটাইজারও বিলি করেছেন জ্যাকলিন। সূত্রঃ কালেরকণ্ঠ।

আপনার মতামত জানান