নেত্রকোনায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ
নেত্রকোনার কেন্দুয়ায় গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বাকীদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম এবং সোনা মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে মাদক ও সামাজিক অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় কয়েকদিন আগে সোনা মিয়ার ছেলে মিলন মিয়াকে চুরিসহ বিভিন্ন অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলে তাদের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। এ নিয়ে গত শনিবারও (১ মে) এলাকায় গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু ওই বৈঠকেও বিরোধের কোনো নিস্পত্তি হয়নি। এক পর্যায়ে সোমবার সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আজহারুল ইসলাম, শরিফ, আলীম, মাজেদা, মনোয়ারা, মিলনা আক্তার, নয়ন মিয়া, পারুলা আক্তার ও সুজাউদ্দিনকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে দুই পক্ষকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
সূত্রঃ কালেরকণ্ঠ
আপনার মতামত জানান