প্রথমবারের মতো পৃথিবীতে অবতরণ করবে মহাকাশযান

প্রকাশিত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নাসা ও জাপান স্পেস এজেন্সির চার মহাকাশচারীকে নিয়ে গতকাল রাতেই পৃথিবীতে অবতরণ করার কথা। এই প্রথম পৃথিবীতে অবতরণ করতে যাচ্ছে কোনো মহাকাশযান। এই ঘটনা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ অভিযানের ৫৩ বছরের ইতিহাসে প্রথম। নাসা থেকে জানানো হয়, ভারতীয় সময় গতকাল রবিবার বিকেলের দিকে স্পেস স্টেশনে থাকা চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর ড্রাগন রকেট। ১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে মহাকাশচারীদের ফিরিয়ে আনা হচ্ছে পৃথিবীতে।

নাসার যে তিন মহাকাশচারীকে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের নাম ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার। এঁদের সঙ্গে রয়েছেন জাপান স্পেস এজেন্সির (জাক্সা) মহাকাশচারী সইচি নোগুচিও। সূত্র: আনন্দবাজার।

আপনার মতামত জানান