বিজেপি স্টার লকেট চট্টোপাধ্যায় হেরে গেলেন
চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের সঙ্গে হেরে গেলেন লকেট চট্টোপাধ্যায়। রোববার ভোটের ফলাফলে দেখা গেছে, ৫৭ হাজার ৮৯১ ভোট। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন ৫৪ হাজার ৮২৯ ভোট।
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের ফলাফলে দেখা গেছে ২০৬ আসন পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূলের মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে এখন পর্যন্ত বিজেপি পেয়েছে ৮৪টি আসন।এই অবস্থায় পশ্চিমবঙ্গে ভোটে হারের কারণ জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার দুপুরে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে।
পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলে উল্লেখ করেছেন কৈলাস। তিনি জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল পাওয়ার পর বিজেপি নেতৃত্বে এগুলো পর্যালোচনা করা হবে।
বিধানসভা ভোটের প্রচারনায় রাজ্যে এসে একাধিকবার ২০০ আসনে জেতার দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ভোটগণনার গতিপ্রকৃতির ইঙ্গিতে দেখা যাচ্ছে ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম-শিবির।
আপনার মতামত জানান