দুই ওভারে দুই উইকেট তুলে নিলেন তাইজুল
দিনের শুরুতেই তাইজুলের আঘাত লংকান শিবিরে প্রথম ইনিংসে ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়েছিল স্বাগতিক শ্রীলংকা। গতকাল লংকান দুই তারকা ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওসাদা ফার্নান্দোকে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন এ দুই স্পিনার।
আজ ম্যাচের চতুর্থ দিনের শুরুতে ফের লঙ্কান শিবিরে আঘাত হানলেন তাইজুল। ফেরালেন শ্রীলঙ্কার অভিজ্ঞতম ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তাইজুলের কল্যাণে চতুর্থ দিনের সপ্তম ওভারেই প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ।
আগেরদিন ৭ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৭ রান করেছিল শ্রীলংকা। ২.২ ওভারে দলীয় ১৪ রানে থিরিমান্নেকে আউট করেন মিরাজ। ঠিক পরের ওভারের প্রথম বলে ওসাদাকে ফেরান তাইজুল।
আজ ২৫৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করেন ব্যাটসম্যান অধিনায়ক করুনারত্নে ও ম্যাথিউস। শুরু থেকেই হাত খুলে মারতে শুরু করেন ম্যাথিউজ। কিন্ত তাকে বেশিক্ষণ হাত খুলে দেননি তাইজুল।
ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে ম্যাথুজকে শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাইজুল। আউট হওয়ার আগে ৩৫ বলে ১২ রান করেন ম্যাথিউজ।
এ প্রতিবেদন লেখার সময় ২১ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। প্রথম ইনিংসের ২৪২ রানসহ তাদের লিড এখন ৩২৩ রানে। অধিনায়ক করুনারত্নে খেলছেন ৪৭ রান নিয়ে। তাকে সঙ্গ দিতে এসেছেন ধনঞ্জয় ডি সিলভা। তিনি ১৮ রানে ব্যাট করছেন।
সূত্রঃ যুগান্তর
আপনার মতামত জানান