দোকানপাট-শপিংমল খুললেও নেই ক্রেতাদের আনাগোনা

প্রকাশিত

চলমান লকডাউনের মধ্যেই সারা দেশে আজ দোকানপাট ও শপিংমল খুলেছে। টানা ১১ দিন বন্ধ থাকার পর বিপণি বিতান খুললেও প্রথম দিন রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতার উপস্থিতি দেখা গেছে কম। রোববার সকালে নিউমার্কেটে গিয়ে দেখা যায়, দোকান খোলার পর বিক্রেতারা ঝাড়ামোছার কাজ করছেন। কয়েকজন ক্রেতার দেখা মিললেও তাদের কেনাকাটা করতে দেখা যায়নি।

রাজধানী বঙ্গবাজারে এনেক্স সুপারমার্কেটেও দোকানপাট সব খোলা, কিন্তু ক্রেতা নেই। এছাড়া রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, এলিফেন্ট রোড এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতা একেবারেই কম। অধিকাংশ মার্কেটে বিক্রেতারা দোকান পরিষ্কার আর পণ্য গোছগাছ করে সময় কাটাচ্ছেন।

শপিংমল খোলার পাশাপাশি ফুটপাতে ভ্রাম্যমাণ পোশাকের দোকানও চালু হয়েছে। তবে কিছু কিছু এলাকায় বিপণি বিতান এখনও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিক্রেতারা বলছেন, মার্কেট খুললেও গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে ক্রেতা সেভাবে নেই। যানবাহন চলাচল শুরু হলে ক্রেতার সংখ্যা বাড়বে বলে আশা করছেন তারা।

ধানমণ্ডিতে এডিসি এম্পেয়ার প্লাজা নামের একটি মার্কেটে সায়মা ফ্যাশনস নামের একটি দোকানের বিক্রেতা জামাল হোসেন জানান, সকালে দোকান খুললেও দুপুর পর্যন্ত কোনো বেচাকেনা হয়নি। সামনে ঈদ, সরকার সুযোগ দেয়ায় দোকান খুলেছেন। কিন্তু কতটা কী হবে বুঝতে পারছেন না।

বঙ্গবাজারে এনেক্স সুপারমার্কেটের হাওলাদার গার্মেন্টসের বিক্রয়কর্মী সাগর বলেন, অনেক দিন বন্ধ থাকার পর আজ আবার তারা দোকান খুলেছেন। তবে কোনো ক্রেতা নেই।

তিনি আরও বলেন, এটি পাইকারি বাজার। দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হওয়ার পর ক্রেতার সংখ্যা বাড়বে। সূত্রঃ যুগন্তর।

আপনার মতামত জানান