হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাজমুল হাসান মামুন (৪০)। তিনি যাত্রাবাড়ী পশ্চিম শেখদী এলাকায় থাকতেন। তিনি একটি বায়িং হাউসে চাকরি করতেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এছাড়া সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এ বিষয়টি দেখার চেষ্টা চলছে।

মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্রঃ যুগান্তর

আপনার মতামত জানান