২ হাজার কেজি জাটকাসহ আটক ১

প্রকাশিত

বাংলাদেশ কোস্ট গার্ড (পাগলা) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার কেজি (৫০মণ) জাটকাসহ ১ জন পাচারকারীকে আটক করেছে। ১২ এপ্রিল সোমবার সকালে জব্দকরা জাটকাসহ পাচারকারীকে গ্রেপ্তার করার নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ৫ নং ঘাটে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে আনুমানি ৫০মণ (২ হাজার কেজি) জাটকাসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি প্রসঞ্জিত দাস(২৩) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মেহেরুন গ্রামের রঘুনাথ দাস এর ছেলে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা এবং পিকআপ মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ নাসরিন আক্তার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীবদুস্থর মাঝে বিতরণ করা হয়।

লেঃ কমান্ডার আমিরুল হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত জানান