এইচএসসি প্রস্তুতি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র

প্রকাশিত

বহু নির্বাচনী প্রশ্ন

একাদশ অধ্যায়

জিনতত্ত্ব ও বিবর্তন

১। টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত?

ক) ৩ : ১ খ) ১ : ১

গ) ১ : ২ : ১ ঘ) ২ : ১

নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো। F1 জনুতে কালো ও সাদা উভয় রঙের অপত্যের জন্ম হলো।

২। এ ক্ষেত্রে পিতা-মাতার ফিনোটাইপ হবে—

i. BB, Bb

ii. Bb, Bb

iii. Bb, bb

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৩। F1 জনুর অপত্যের সঙ্গে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?

ক) ০% খ) ২৫%

গ) ৫০% ঘ) ৭৫%

৪। নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত?

ক) ৯ : ৭ খ) ৩ : ১ গ) ২ : ১ ঘ) ১ : ২ : ১

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সোহাগের বাবা হিমোফিলিক হলেও তার একমাত্র বোন সুমি ও তার মা স্বাভাবিক।

৫। উদ্দীপকে উল্লিখিত সোহাগ ও সুমির পিতা-মাতার জিনোটাইপ হবে।

ক) XHY ও XBXb খ) XbY ও XHXb

গ) XBY ও XbXb ঘ) XbY ও XHXH

৬। উদ্দীপকে উল্লিখিত কন্যা সুমির সঙ্গে স্বাভাবিক পুত্রের বিবাহে বৈশিষ্ট্যটি পরবর্তী বংশধরে প্রকাশ পাবে।

i. সব কন্যাসন্তানই স্বাভাবিক

ii. ৫০% পুত্রসন্তান হিমোফিলিয়াক

iii. ৫০% পুত্রসন্তান স্বাভাবিক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মুন্নী তার বাগানে সাদা ফুল ও লাল ফুল হয় এমন কয়েকটি সন্ধ্যামালতিগাছ লাগাল। সে এই দুই ধরনের ফুলবিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ণ ঘটাল। এবার মুন্নী অবাক হলো যে লাল ও সাদা ফুলের পরিবর্তে সন্ধ্যামালতিগাছে গোলাপি বর্ণের ফুল হলো।

৭। উদ্দীপকে কোন জিন গোলাপি বর্ণের ফুলের জন্য দায়ী?

ক) পরিপূরক জিন খ) ইন্টারমিডিয়েট জিন

গ) হাইপোস্ট্যাটিক জিন ঘ) পলিজিন

৮। উদ্দীপক অনুযায়ী দ্বিতীয় বংশধরের অনুপাত কত হবে?

ক) ৯ : ৭ খ) ৩ : ১

গ) ১ : ২ : ১ ঘ) ২ : ১

৯। সেক্স লিংকড ইনহেরিট্যান্সের বৈশিষ্ট্য—

ক) জিনগুলো ক্রমোজমে থাকে

খ) জিনগুলো পিতা হতে শুধু কন্যায় যায়

গ) জিনগুলো পিতা হতে শুধু পুত্রে যায়

ঘ) বৈশিষ্ট্যগুলো মহিলাদের বেশি প্রকাশিত হয়

১০। হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতা-মাতা কে?

ক) বাহক মা ও হিমোফিলিক বাবা

খ) সুস্থ মা ও হিমোফিলিক বাবা

গ) বাহক মা ও সুস্থ বাবা

ঘ) হিমোফিলিক মা ও সুস্থ বাবা

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সোহান স্বাভাবিক পুরুষ। সম্প্রতি সে সুমি নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছে।

১১। উদ্দীপকের আলোকে সুমির ফিনোটাইপ কী হবে?

ক) XcX খ) XcXc গ) XY ঘ) XX

১২। তাদের প্রথম বংশধরের ছেলেসন্তানগুলো কী হবে?

i. সবাই বর্ণান্ধ

ii. ৫০% বর্ণান্ধ

iii. ৫০% স্বাভাবিক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৩। AB রক্তের গ্রুপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক) O গ্রুপের রক্ত নিতে পারে

খ) উভয় অ্যান্টিবডি a ও b বিদ্যমান

গ) A গ্রুপকে রক্ত দান করতে পারে।

ঘ) লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন ই বিদ্যমান

১৪। বাবা ও মা উভয়ের রক্তের গ্রুপ অই হলে সন্তানের রক্তের গ্রুপ অই হওয়ার সম্ভাবনা কতটুকু?

ক) ২৫% খ) ৫০%

গ) ৭৫% ঘ) ১০০%

১৫। A ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

ক) AB ও O খ) A ও O

গ) A ও AB ঘ) A, AB ও O

১৬। AB রক্তের গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য—

i. A ও B উভয় অ্যান্টিজেন আছে

ii. a ও b উভয় অ্যান্টিবডি নেই

iii. সর্বজনীন গ্রহীতা গ্রুপ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i,ii ও iii

১৭। কোন ক্রসটিতে চার ধরনের রক্তের গ্রুপ পাওয়া যায়?

ক) O×O খ) AB×O

গ) A×B ঘ) B×B

১৮। Evolution শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

ক) Evolve খ) Evolvere

গ) Evaluation ঘ) Evade

১৯। বিবর্তনের জনক কে?

ক) এম্পিডোক্লিস খ) অ্যারিস্টটল

গ) বিফন ঘ) ডেমোক্লিটাস

২০। ল্যামার্কবাদের মূল বিষয়বস্তু কোনটি?

ক) স্বতঃস্ফূর্তভাবেই জীবদেহে পরিবর্তন সূচিত হয়।

খ) ধারাবাহিক পরিবর্তনগুলো বংশানুসরণযোগ্য

গ) অর্জিত সব বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য

ঘ) জীবনসংগ্রামে পরাজিত জীব বিলুপ্ত হয়

২১। নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?

ক) জীবের ওপর পরিবেশের প্রভাব

খ) জীবনসংগ্রাম

গ) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার

ঘ) অঙ্গের ব্যবহার ও অব্যবহার

২২। নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

ক) পাখির ডানা ও পতঙ্গের ডানা

খ) ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত

গ) পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ

ঘ) মানুষের হাত ও সিলের ক্লিপার

২৩। Archaeopteryx- এর বৈশিষ্ট্য—

i. দাঁতযুক্ত চোয়াল

ii. দেহ পালকে আবৃত

iii. পুরু ও ভারী হাড়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৪। Archaeopteryx-কে কোন কোন শ্রেণির সংযোগকারী যোগসূত্র বলা হয়?

ক) উভচর ও পাখি খ) উভচর ও সরীসৃপ

গ) সরীসৃপ ও পাখি ঘ) পাখি ও স্তন্যপায়ী

২৫। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?

ক) সাবভাইটাল খ) সেমিলিথাল

গ) ইন্টারমিডিয়েট ঘ) পলিজিন



বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. ক।


সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

আপনার মতামত জানান