কোরআনের বাণী

প্রকাশিত

সুরা : মারিয়াম, চতুর্থ পর্ব



প্রতিশ্রুতি পূরণ করো

ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো এই কিতাবে ইসমাইলের কথা, সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসুল, নবী।’ (সুরা : মারিয়াম, আয়াত : ৫৪)

পরিবারকে নামাজের নির্দেশ দাও

ইরশাদ হয়েছে, ‘সে তাঁর পরিবারকে নামাজ ও জাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তার প্রতিপালকের সন্তোষভাজন।’

(সুরা : মারিয়াম, আয়াত : ৫৫)

নামাজ নষ্ট কোরো না

ইরশাদ হয়েছে, ‘তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা। তারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে।’

(সুরা : মারিয়াম, আয়াত : ৫৯)

তাওবাকারীর পুরস্কার জান্নাত

ইরশাদ হয়েছে, ‘তবে যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তারা ব্যতিক্রম (শাস্তি পাবে না)। তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।’ (সুরা : মারিয়াম, আয়াত : ৬০)

অর্থহীন কথা-কাজ পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘সেখানে (জান্নাতে) তারা ‘সালাম’ (শান্তি) ছাড়া কোনো অসার কথা শুনবে না এবং সেখানে সকাল-সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবনোপকরণ।’ (সুরা : মারিয়াম, আয়াত : ৬২)

আপনার মতামত জানান