সোনারগাঁয়ে দুইদিন লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য
সকাল ৮ টা থেকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চত্বরে দীর্ঘ লাইন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে আসা উপকারভোগীরা হাসিমুখে কার্ড হাতে দাঁড়িয়ে আছে। চৈত্রের কাঠফাটা রোদ উপেক্ষা করে দীর্ঘ হচ্ছে লাইন। সকাল, দুপুর পেরিয়ে সন্ধ্যা ৭ টা অতিক্রম করলেও পণ্য এসে পৌছায়নি। ক্ষুধার্ত মানুষগুলোর হাসি মিলিয়ে ভেসে ওঠে হতাশা আর ক্ষোভ। ৫৯৮ জন কার্ডধারী দূরদুরান্তের পথ পেরিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। গত মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভু ইউনিয়নে।
জানা যায়, গত মঙ্গলবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে টিসিবির পণ্য কিনতে সকাল থেকে উপকারভোগীরা লাইনে দাঁড়াতে থাকে। সকাল থেকেে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত মানুষগুলো প্রচন্ড দাবদাহ উপক্ষো করে পণ্য না আসায় খালিহাতে ফিরে যেতে বাধ্য হয়। পরেরদিন অর্থাৎ আজ বুধবার সকালে আবারো লাইনে দাঁড়িয়ে পণ্য নিয়ে বাড়ি ফিরে।
গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, বাজারে মসুর ডাল, চিনি, তেলের দাম প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষ টিসিবির পণ্যের জন্য অপেক্ষারত। কার্ডধারী একজন উপকারভোগী ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ভর্তুকি মূল্যে পাচ্ছেন। অন্যদিকে খোলাবাজারে সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা, চিনি ৮৫ থেকে ৯০ টাকা, মসুর ডাল ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকার সত্তুরোর্ধ সাহারন ও মানসুরা জানান, সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকেছি। দুপুরে শুধু পানি খেয়ে কাটিয়ে দিয়েছি। তবু আমরা সদাই নিয়ে যেতে পারিনি। আমাদের এভাবে দাঁড়িয়ে রাখতে কি তাদের বুক একটু কাঁপে না।
টেকপাড়ার আমিনুল ইসলাম বলেন, ন্যায্যমূল্যে সদাই দেওয়ার কথা বলে আমাদের হয়রানি করছে। সকাল থেকে দাঁড়িয়ে থাকি সন্ধ্যা পর্যন্ত।
এ ব্যাপারে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব জানান, সকাল থেকে কার্ডধারীরা দাঁড়িয়ে থাকলেও রাতে তারা খালি হাতে ফিরে যায়। ফিরে যাওয়ার আগে রাগে ক্ষোভে জনপ্রতিনিধিদের গালাগাল করতে থাকে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে বাড়িতে পাঠিয়ে দেই। পরে রাত দশটায় পণ্য এসে আমার পরিষদের পৌছায়। উপকারভোগীরা যেন সকাল সকাল তাদের পণ্য তুলে দেওয়া যায় এমন উদ্যোগ নিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
টিসিবির সোনারগাঁ উপজেলা ডিলার তমাল ট্রেডার্সের স্বত্তাধিকারী মোস্তফা কামাল বলেন, টিসিবির জেলা জোন থেকে ট্রাক লোড করতে দেরি হওয়ায় উপকারভোগীদের অপেক্ষা করতে হয়। আমরা তো সকালেই ট্রাকগুলো লাইন দিয়ে বসে থাকি। গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পরে আমাদের ট্রাক লোড করা হয়েছে। শম্ভুপুরা পৌছাতে রাত হওয়ায় আমরা ইউনিয়ন পরিষদের থেকে আজ সকাল থেকেই পণ্য বিতরণ শুরু করেছি। পাঁচটা উপজেলার অনেকগুলো ট্রাকে পণ্য লোড করতে সময় লাগে।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, জেলায় ২৭ টি কেন্দ্রের জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা সারারাত জেগে প্যাকেট করে আবার সকাল থেকেই লোড করতে থাকে। তাই স্বাভাবিক কারনেই একটু দেরি হচ্ছে। উপকারভোগীর যাতে সহজে পণ্য পায় সেজন্য টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে ভাগ করে দেওয়া হবে। তখন আর এ সমস্যাটা থাকবে না।
আপনার মতামত জানান