৫ টাকায় ১শ পরিবারের ‘সুখের সন্ধানে’

প্রকাশিত


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা ৫ টাকায় একশ পরিবারে কয়েক বেলার সুখের সন্ধান তুলে দিয়েছেন। পৌরসভার সাহাপুর গ্রামে ‘সুখের সন্ধানে’ নামের একটি সামাজিক সংগঠণ ১শ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন।

শিক্ষার্থীরা জানান, ২০১৭ সাল থেকে তারা প্রতিমাসে ৫ টাকা চাঁদা তুলে রমজান মাসে অসহায় গরীবদেও মাঝে ঈদসামগ্রী উপহার দিয়ে আসছেন। পরে তারা ২০১৮ সালে সুখের সন্ধানে নাম দিয়ে একটি সেবামূলক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিব হাসান বলেন, লেখাপড়ার খরচ থেকে প্রতিমাসে মাত্র ৫ টাকা গরীব ও অসহায়দের জন্য সঞ্চয় করি এবং রমজান মাসে ১শ পরিবারে ঈদসামগ্রী বিতরণ করি। আমরা আশা করব সারা দেশের শিক্ষার্থী উদ্যোগ নিলে অনেক অসহায় মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তুহিন ইসলাম, অপু আহমেদ, সজিব আহমেদ, মিরাজ, শুভ, লিংকন, ইকরাম, শাওন, রিপন, মিদুল, লিমন প্রমূখ সুখের সন্ধানে প্রতিষ্ঠাতা সদস্য।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, রাসেল, ইসমাইল হোসেন, ফারুক মিয়া,হারুন-আর-রশিদ, সফিন, আনিস এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত জানান