২০২৬ সালে চালু হবে ঢাকার প্রথম পাতাল রেল;

প্রকাশিত



সরকারের শীর্ষ মেগাপ্রকল্পগুলোর মধ্যে রাজধানীতে ছয় ধাপে নির্মিত হচ্ছে মেট্রো রেল। এর মধ্যে রয়েছে উড়াল রেল ৬৭.৫৬৯ কিলোমিটার এবং পাতাল রেল ৬১.১৭২ কিলোমিটার। ‘সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০’ শিরোনামে এ প্রকল্পের আওতায় ছয় ধাপের প্রথম ধাপে এমআরটি-৬ অবকাঠামো নির্মাণকাজ বর্তমানে চলমান। নতুন করে প্রথম ধাপের কাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২৪ সাল। দ্বিতীয় ধাপে এমআরটি-১-এর কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল।

ঢাকার যানজট নিরসনে নানা উদ্যোগ নেয়া হয়েছে। মেট্রোরেল, ফ্লাইওভার, ওভারপাস এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এসবের সঙ্গে নতুন সংযোজন হবে পাতাল রেল। এটি নির্মাণের আগে প্রস্তুতি কাজ দ্রুত এগিয়ে চলছে। জুলাই পর্যন্ত সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক ডিজাইন তৈরির অগ্রগতি ৩০ শতাংশ।

এমআরটি-১ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রথম পাতাল রেল নির্মাণ করা হবে। দুই পর্যায়ে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯.৮৭২ কিলোমিটার পাতাল রেল এবং নতুন বাজার থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত ১১.২৬৯ কিলোমিটা উড়াল রেল নির্মাণ করা হবে। এই রুটে যাত্রীদের জন্য নতুন বাজার স্টেশনে রেল পরিবর্তনের ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে কমলাপুর রুটের যাত্রীরা সহজে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুটের যাত্রীরা সহজে কমলাপুর রুটে যেতে পারেন। এ প্রকল্পের সার্বিক ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬২ কোটি টাকা।

এখন চলছে এ এমআরটি-৬ প্রকল্পের কাজ। মেঘাপ্রকল্প মেট্রো রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই মেট্রো রেলের প্রথম ধাপ এমআরটি-৬ উড়াল রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা সম্ভব হবে। করোনা মোকাবেলা করেই দ্রুত এগিয়ে চলেছে এ প্রকল্পের কাজ। উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত উড়াল রেলের অবকাঠামো দৃশ্যমান। আগারগাঁও পর্যন্ত পিয়ারের ওপর বসানো হয়েছে ভায়াডাক্ট। বর্তমানে চলছে স্টেশনের ছাদ নির্মাণের কাজ। দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত মোট ৬৫৯টি পিয়ারের মধ্যে এরই মধ্যে নির্মিত হয়েছে ৫৯৬টি।

দ্বিতীয় ধাপের কাজ হিসেবে এমআরটি ১- এর মাটি পরীক্ষার কাজ ও অন্যান্য কাজ হয়েছে। দ্বিতীয় ধাপে এমআরটি-১-এর কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল। অর্থাৎ দেশে মেট্রোরেল চালু হবে প্রথম ধাপে এমআরটি-৬। যেটা উড়াল পথে। এরপরেই এমআরটি-১, যা সম্পুর্ণ পাতাল।

এসব বিষয় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রো রেল এমআরটি-৬ প্রকল্পের কাজ প্রায় ৫২ শতাংশ শেষ হয়েছে। অন্য ধাপগুলোর কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করতে পারব বলে আশা করছি। দ্রুত কাজ এগিয়ে চলছে। করোনা প্রাদুর্ভাবে কাজ কিছুটা বিঘ্নিত হলেও এখন তা পুষিয়ে নেওয়া হচ্ছে।’

আপনার মতামত জানান