২০২০ সালে যাদের হারিয়েছি

প্রকাশিত



বিশ বিশ (২০২০) বিশ্বে ইতিহাসে বিষ বিষ হয়ে  ‘বড় বিষাদে ঢাকা’ একটি বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বছরটিতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে অনন্তের পথে পাড়ি জমাতে বাধ্য হয়েছে বহু প্রাণ, বহু বিখ্যাত মানুষ। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বে মোট ১৮ লাখ তিন হাজার ৪০ জন আর বাংলাদেশে সাত হাজার ৫৩১ জন মারা গেছে।

চলতি বছরে শুধু করোনায় নয়, অন্য রোগেও দীর্ঘ হয়েছে মৃত্যুর মিছিল। আবার অনেকের মৃত্যু করোনার অভিঘাতে হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কীর্তিমান বহু মানুষকে হারিয়ে বেদনায় জর্জরিত দেশ, জাতি। তাঁদের মৃত্যুর ক্ষত শুকিয়ে ওঠা সহজ হবে না।

এ বছর যাঁদের হারিয়েছে, তাঁদের মধ্যে করোনার সম্মুখযোদ্ধা চিকিৎসক, সাংবাদিক, পুলিশ সদস্য যেমন রয়েছেন; তেমনি রাজনীতিক, শিক্ষক, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, অভিনেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা রয়েছেন।

রাজনীতিকদের মধ্যে চলে গেছেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শাজাহান সিরাজ, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক সংসদ সদস্য ইসমত আরা সাদেক, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলম, হাবিবুর রহমান মোল্লা, রহিম উদ্দীন ভরসা, সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল, কাজী মকবুল হোসেন, কমিউনিস্ট নেতা হায়দার আনোয়ার খান জুনো প্রমুখ।

ব্যবসায়ীদের মধ্যে প্রাণ হারিয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) প্রতিষ্ঠাতা আবদুল মোনেম, এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম প্রমুখ।

শিল্প-সাহিত্যের গুণীজনদের মধ্যে অনন্তলোকে যাত্রা করেছেন অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, চিত্রশিল্পী মুর্তজা বশীর, মোহাম্মদ জাহাঙ্গীর, কথাসাহিত্যিক রাহাত খান, রশীদ হায়দার, কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কবি ও গবেষক মনজুরে মওলা, সাহিত্য সম্পাদক আবুল হাসনাত, কবি আয়েত আলী পাটোয়ারী, ছড়াকার আলম তালুকদার, জাফর আলম, অধ্যাপক প্রত্নতাত্ত্বিক ড. এ বি এম হোসেন, প্রকাশক লুৎফর রহমান, প্রকাশক নজরুল ইসলাম বাহার প্রমুখ। দেশবরেণ্যদের মধ্যে আরো আছেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ভাষাসংগ্রামী ডা. সাঈদ হায়দার, ডা. মির্জা নাজিম উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ, শিক্ষাবিদ সুফিয়া আহমেদ, বিজ্ঞানী ড. আলী আসগর, সাবেক মন্ত্রিপরিষদসচিব ড. সা’দত হুসাইন, সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, সি আর দত্ত, ব্যারিস্টার রফিক-উল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী, সাংবাদিক মুনীরুজ্জামান, রাশীদুন নবী বাবু, হুমায়ুন সাদেক চৌধুরী, মাশুক চৌধুরী, হুমায়ুন কবীর খোকন প্রমুখ।

সংস্কৃতি ও বিনোদন জগতের তারকাদের মধ্যে ওস্তাদ শাহাদাত হোসেন খান, সুরকার আজাদ রহমান, আলাউদ্দিন আলী, সেলিম আশরাফ, সংগীতশিল্পী এন্ড্রু কিশোর, অভিনেতা আলী যাকের, কে এস ফিরোজ, আবদুল কাদের, সাদেক বাচ্চু, আব্দুস সাত্তার, সেলিম আহমেদ, নাট্যকার মান্নান হীরা, চলচ্চিত্র পরিচালক মহিউদ্দিন ফারুক, চলচ্চিত্র প্রযোজক কে এম জাহাঙ্গীর খান, চিত্রগ্রাহক মানিক মিয়া, চিত্রনায়িকা জবা চৌধুরী, অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা, মিনু মমতাজ, মঞ্চ অভিনেত্রী ইশরাত নিশাত, অভিনেতা ও নির্মাতা স্বপন সিদ্দিকী প্রমুখ।

এ ছাড়া অন্যান্যের মধ্যে সাবেক সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, হেফাজতের আল্লামা শাহ আহমদ শফী, মাওলানা নুর হোসেন কাসেমী, জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায়, নুরুল হক মানিক, ডা. মইনউদ্দিন, দুদকের সাবেক পরিচালক জালাল সাইফুর রহমান প্রমুখ।

আপনার মতামত জানান