১৩ মে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে সারা দেশে মহানগর ও উপজেলা কেন্দ্রে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মঙ্গলবার এই তফসিল ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ। খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ এপ্রিল। এরপর মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, প্রত্যাহার ১৬ এপ্রিল ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল। আর ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরাই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোটার হবেন।
আপনার মতামত জানান