হাতিয়ায় আলুর বাম্পার ফলন

হাতিয়ার বড়দেইল গ্রামে আলুর বাম্পার ফলন হয়েছে। বড়দেইল গ্রামের আলু চাষী হাফিজ উদ্দিন (৫৭)। স্ত্রীসহ স্কুল পড়–য়া দুই শিশু কন্যাকে নিয়ে আলু তোলার কাজ করছে ক্ষেতে। ক্ষেতের এক পাশে আলুর বিশাল স্তুপ দেখে বুঝা যায় ভালো ফলন হয়েছে । হাফিজ জানায় গত ৫বছর ধরে আলু চাষ করছেন। এই বছর ১০ কড়া জমিতে সে আলু চাষ করেছে। প্রায় অর্ধেক জমিতে আলু তোলা শেষ এতে আনুমানিক ৪০ মন হবে বলে আশা করছে।
হাফিজের ক্ষেতের পাশে অন্য একটি ক্ষেতে আলু তোলার কাজ করছে রিতা মজুমদার (৩৫)। প্রচন্ড রোদ্রের মধ্যে সে সহ ৫জন আলু তোলার কাজ করছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, এই বছর ২৪শতক জমিতে সে আলু চাষ করেছে সে। পরিবারের সদস্য সংখ্যা ৩জন হওয়ায় সে দুই জন মহিলা শ্রামিক নিয়োগ দিয়েছে আলু তোলার জন্য। দিন শেষে সেই শ্রমিকদের মজুরি বাবদ ১০ কেজি করে আলু দিয়ে দিতে হবে তাকে।
সরেজমিনে গিয়ে আলু ক্ষেতে দেখা হয় উপজেলা সদর ওচখালী থেকে যাওয়া আলু ব্যাপারী বেছু কারবারীর সাথে। বেছু কারবারী জানায় গত কয়েক বছর ধরে সে বড়দেইল গ্রাম থেকে আলু ক্রয়করে হাতিয়ার বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করে থাকে।
হাতিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, ১১টি ইউনিয়ন ও একটি পেরৈসভার হাতিয়া উপজেলায় এই বছর আলু চাষ করা হয়েছে একশত ৮০ হেক্টর জমিতে। যাতে উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৩হাজার ৫শত মেট্রিকটন। এর মধ্যে বুড়িরচর, চরকিং ও চরঈশ্বর ইউনিয়নে সবচেয়ে বেশী আলু চাষ হয়েছে।
আপনার মতামত জানান