স্বর্ণের দোকান লুট

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বর্ণের দোকান লুটের ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের মাদকসেবীদের হামলায় রুহুল আমীন (২৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারুগোল্লা এলাকায় আবু তাহের মেম্বারের মার্কেটে মো. সুজনের স্বর্নের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের আশ্রব আলীর ছেলের ফারুক (২৫), ইকবালের ছেলে সাইদুল (২৫), মিলন পাগলার ছেলে মোস্তাক (২৪) এবং একই এলাকার সোহান (১৮) তাহের মেম্বারের মার্কেটের দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে মাদক সেবন করলেও তাদের ভয়ে কউ বাঁধা দিতে সাহস পায়না। গতকাল মাদক সেবনের জন্য টাকা চাইলে সুজনের ভাই টাকা না দিলে তাকে এলোপাতাড়ি হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা করে। পরে তারা দোকান ভাঙচুর করে অলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় রুহুল আমীনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বর্নকার সুজন জানান, তার দোকান থেকে আনুমাণিক ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৮৫ ভরি রুপা ও নগদ ৭৫ লাখ টাকা লুট হয়েছে।

আপনার মতামত জানান