সোনারগাঁ ইকোনমিক জোনের মাটি ভরাট নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের ছয় মৌজায় সোনারগাঁ ইকোনমিক জোন কর্তৃক মাটি ভরাটের সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে আপিল আজ বুধবার এ আদেশ দেন।
পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চরভবনাথপুর, বাটিবন্ধ ও রতনপুর মৌজায় ইউনিক প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড এই ইকোনমিক জোন গড়ে তুলছে।
এর আগে বেলার করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০২০ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট ইকোনমিক জোন কর্তৃক উল্লেখিত মৌজায় মাটি ভরাট অবৈধ ঘোষণা করে ১১ দফা নির্দেশনাসহ রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০২১ সালে ইউনিক প্রোপার্টিজ ডেভেলপমেন্টসহ বিবাদীরা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।
বেলা জানায়, লিভ টু আপিলগুলো আপিল বিভাগে বিচারাধীন। এ অবস্থায় ছয়হিস্যা ও চরভবনাথপুর মৌজায় নতুন করে ইকোনমিক জোন মাটি ভরাটের কাজ শুরু করলে বেলা মাটি ভরাট কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে ওই আবেদনটি করে। আবেদনের ওপর আজ চেম্বার আদালতে শুনানি হয়। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। অন্যদিকে ইউনিক প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিডেটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ।
বেলার তথ্যমতে, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০১৮ সালের ৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ওই ছয় মৌজায় ২০০০ সালে যেখানে ২৫০ হেক্টর কৃষিজমিতে ১১টি সেচ প্রকল্প চালু ছিল, ২০১৮ সালে রবি মৌসুমে সেখানে মাত্র ৪৩ হেক্টর কৃষিজমিতে দুটি সেচ স্কিম সচল ছিল। ছয়টি মৌজা ও মেঘনা নদীর অংশবিশেষে ওই জায়গার পরিমাণ ১ হাজার ৮৬৮ বিঘা।
আপনার মতামত জানান