সোনারগাঁয়ে ৮৮৩ টি মোবাইল সহ আটক- ১০

প্রকাশিত



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮৮৩ টি মোবাইলসহ ১০ জন মোবাইল চোরকে আটক করেছে র‌্যাব-১০। গতকাল সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর রুপালী মার্কেটের কাঁচা বাজারের ডান পাশে বিভিন্ন দোকানে র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে মোবাইল চোরের বড় সিন্ডিকেটকে আটক করা হয়।


আটককৃততদের বিরুদ্ধে র‌্যাব-১০ এর নৌবাহিনীর এনএস মোঃ মোমেন খাঁন বাদী হয়ে মামলা দায়েরের পর তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। সোনারগাঁ থানা পুলিশ তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।

আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর থানার মথারামপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে ১। মোঃ সাহাজুল ইসলাম ওরফে সাজু (৫০), শরীয়তপুরের নড়ীয়া থানার কন্ডা গ্রামের মৃত মানিক বেপারীর ছেলে ২। কবির হোসেন (৪২), চাঁদপুরের গুল্লিাশা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে ৩। মোঃ রাসেল গাজী ওরফে মিঠু (২৯) ও ৪। মোঃ হাবিব উল্লা সোহাগ (২৫), বি-বাড়িয়ার নবীনগর থানার মালাই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ৫। হাবিবুর রহমান (৫০), নরসিংদীর মধাবদী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ৬। মোঃ রাজু আহম্মেদ (২৯), চাঁদপুর হাজীগঞ্জ থানার বেলঘর গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে ৭। মোঃ জয়নাল আবেদীন (৩০) গাইবান্ধার সাঘাটা থানার ঘুরিদহ গ্রামের সাইদুর রহমানের ছেলে ৮। মোঃ শাহীন (২৫), তারা সবাই কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার ভাড়াটিয়া, সোনারগাঁ উপজেলার হামছাদি গ্রামের মৃত হেলালউদ্দিনের ছেলে ৯। নবীর হোসেন (৩২) সোনারপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে ১০। রোমান মোল্লা (২৪)।

র‌্যাব সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮শ ৮৩টি মোবাইল সেট সহ ১০ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোনারগাঁ থানায় হন্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত চোরাই কারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত জানান