সোনারগাঁয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ২৫

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াগাঁও গ্রামে দুপক্ষের সংর্ঘষে সমর আলী (৪৮) নামের একজন কৃষক নিহত ও বাড়িঘর ভাঙচুর লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের দুই প্রভাবশালী জজ মিয়া ও আলাউদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে এলাকায় একক আধিপত্য বিস্তার, স্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ঠিকাদারী কাজ নিয়ে বিগত পাঁচ বছর ধরে দ্বন্দ চলে আসছিল। এ দ্বন্দের জের ধরে গত ২০১৯ সালের ৪ অক্টোবর আলাউদ্দিনের পক্ষের দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

জানা যায়, গতকাল শুক্রবার রাতভর দুপক্ষের সংর্ঘষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে আলাউদ্দিনের পক্ষের সমর আলী (৪৮) তার নিজের কৃষি জমিতে কাজ করার সময় জজ মিয়ার পক্ষের লোকজন রামদা, টেঁটা ও বল্লভ নিয়ে সমর আলীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। আহত সমর আলীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ দিকে সমর আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর গতকাল শনিবার দুপুরে তৃতীয় দফা আলাউদ্দিন ও জজ মিয়ার পক্ষের লোকজন একে অপরের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে গবাদি পশু ও ঘরের স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। গ্রামটিতে প্রায় তিন ঘন্টা ধরে ধাওয়া পাল্টাধাওয়া ও লুটপাটের পর সোনারগাঁ থানা পুলিশ, নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহত সমর আলীর ছোট ভাই আব্দুল করিম জানান, আমার ফফাতো ভাই দ্বীন ইসলাম হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে আজ সকালে আমার বড় ভাই সমর আলীকে কুপিয়ে হত্যা করেছে। ওই হত্যাকান্ডের বিচার হলে এ ঘটনা ঘটত না। আমি আসামীদের ফাসির দাবী করছি।

অপর দিকে জজ মিয়ার পক্ষের বরজাহান মিয়া জানান, প্রতিপক্ষ আলাউদ্দিনের লোকজন আমাদের পক্ষের মানুষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে ২০ জনকে পিটিয়ে আহত করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান