সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন চলা অবস্থায় স্বাস্থ্য বিধি না মেনে প্লাষ্টিক কারখানা চালু রাখা এবং অনুমোদন বিহীন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে একটি খাবার প্রস্তুতকারী কারখানা কর্তপক্ষকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৫ এপ্রিল শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সরকারী কমিশনার (ভুমি) আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন জানান, উপজেলার জামপুর এলাকার মেসার্স আরাবি ফুড প্রোডাক্টস কে অনুমোদন বিহীন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে TANGO (TANG) ও STRONG সফট ড্রিংকিং পাউডার উৎপাদন করায় ভোক্তা অধিকার আইনে ২লাখ টাকা ও পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউ টাউন এলাকায় মেসার্স সারা এন্টারপ্রাইজকে স্বাস্থ্য বিধি না মেনে কারখানা খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত জানান