সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ইউপি সদস্য আটক

প্রকাশিত




নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ইউপি সদস্যকে আটক করেছে ভ্রাম্যমান আলাদত। আজ শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না এ অভিযান পরিচালনা করেন।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বালুসন্ত্রাসী চক্র দীর্ঘদিন যাবত সেনা বাহিনীর নাম ভাঙ্গিয়ে ব্রহ্মপ্ত্রু নদের লাধুরচর জেলেপাড়া সংলগ্ন এলাকা থেকে কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে জেলেপাড়া সহ কয়েকটি গ্রামের বাড়িঘরে ভাঙ্গন ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে কয়েকবার ১০ গ্রামের মানুষ মানববন্ধন ও লিখিত অভিযোগ দিলেও সে তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহাড়া বসিয়ে বালু উত্তোলন করে আসছে। কয়েকদিন যাবত গ্রামের পাশ থেকে বালু উত্তোলন করায় কয়েকটি বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেলে ভুক্তভোগীরা বিষয়টি প্রশাসনকে জানায়। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আটক করে।

অসহায় জেলেরা জানান, আনোয়ার মেম্বার দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কৃষি জমির মাটি ও নদী থেকে বালু লুট করে আসছে। কিন্ত তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে বাড়িঘরে হামলা চালিয়ে উল্টো মিথ্যে মামলায় হয়রানীর শিকার হতে হয়। তারা আরও জানান, এর আগেও কয়েকদফা তাকে আটক করলেও সে জোড়ালো তদবিরে বহাল তবিয়তে ফিরে আসে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি ড্রেজার বসিয়ে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

আপনার মতামত জানান