সোনারগাঁয়ে বিপুল পরিমান মাদক সহ কারবারী আটক

প্রকাশিত

সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বুধবার (৯ মার্চ) উপজেলার উত্তমদি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১হাজার ৫শ’ ৩ বোতল ফেন্সিডিল ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।


আটককৃতরা হলো, সোনারগাঁও উপজেলার উত্তমদি এলাকার মৃত কমর আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৫০), একই এলাকার মৃত মোখলেছ উদ্দিনের ছেলে মো. সাঈদ (৩০), ছোট শিলমান্দি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনছুর আহমদ (৫২), হাবিবপুর এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে মো. মেরাজ (৩৪)।

র‌্যাব-১১ উপ- পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিপুল পরিমান ফেন্সিডিল নারায়ণগঞ্জে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও স্থানীয়দের কাছে জানা যায় তারা ফেন্সিডিল ব্যবসার সক্রিয় সদস্য। আটককৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত জানান