সোনারগাঁয়ে বসতঘরে আগুন

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে ঘরে থাকা আসবাপত্র, জমির কাগজপত্রসহ সব ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সাদিপুর ইউনিয়নের কোড্ডাবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সিরাজুল ইসলামের ছেলে রাজিব ও তার ছোট ভাইসহ কয়েকজন মিলে র্দীঘদিন ধরে বাড়িতে জামদানি শাড়ির কাজ করেন। গত মঙ্গলবার রাতে বাইশটেংঙ্গী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে জাকির হোসেনসহ কয়েকজন মিলে কয়েকটি জামদানি শাড়ি কেটে মালামাল ভাঙচুর করে। এ সময় জাকির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়। পরে স্থানীয় বিচারকরা মিমাংসা করার শর্তে জাকিরকে ছাড়িয়ে নেন।

এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে জাকিরের নেতৃত্বে শাহাজালাল, ছাদু, আনার হোসেন, আলামিন, শহিদুল্লাহসহ সাত/আটজন দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে ঘরে থাকা সকল মালামাল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সিরাজুল ইসলাম জানান, আমার তিনটি বসত ঘরসহ সকল মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এখন জাকির গ্রুপের ভয়ে স্ত্রী-সন্তান নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়ে এসএসসি পরীক্ষার্থী। তার ভয়ে স্কুলে যেতে পারছে না।

ইউপি সদস্য রাসিদা আক্তার জানান, জাকির হোসেনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী । তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলাসহ নানাভাবে হয়রানি করে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আহসান উল্লা জানান, আগুনের ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। সন্ত্রাসী কার্যকলাপ করে কেউ পার পাবে না। তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

আপনার মতামত জানান