সোনারগাঁয়ে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন প্রিপেইড মিটার স্থাপনে নানা রকম হয়রানি, অনিয়ম, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বৃদ্ধির প্রতিবাদে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মানববন্ধন করেছে কাঁচপুর শিল্পাঞ্চলের সর্বস্তরের মানুষ।

আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের সোনারপুর কেন্দ্রীয় মসজিদের সামনে প্রায় ১ঘন্টা সময়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম সড়ক সংলগ্ন রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ এই প্রিপেইড মিটারকে রাক্ষুসী মিটার বলে অভিহিত করে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা প্রিপেইড মিটারের নানা অসংগতি, অনিয়ম ও হয়রানির কথা সবার কাছে তুলে ধরেন। তারা সরকারের কাছে অতিসত্বর এই প্রিপেইড মিটার লাগানো বন্ধের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তাঁরা।

আপনার মতামত জানান