ঈদসামগ্রী পেল পাঁচ হাজার পরিবার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর সামনে রেখে পাঁচ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন সোনারগাঁ উপজেলা শুভসংঘের আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। গতকাল সকালে মেঘনা শিল্পনগরী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে নিজস্ব অর্থায়নে তিনি নগদ একশত টাকা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, আলু, তেল ও লবন।
উপহার পেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী সফিকুল ইসলাম বলেন, সেমাই ও পোলাও চাউল থেকে শুরু করে একটি পরিবারের জন্য সবই আছে। ঈদে সন্তানদের নিয়ে দুটো ভালমন্দ খাওয়া যাবে।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী আপাতত পাঁচ হাজার পরিবারকে এসব উপহার দেওয়া হয়েছে। করোনা শুরু থেকেই এ সহযোগিতা চলমান আছে এবং থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আবু হানিফ, মাসুম বিল্লাহ, সাহাবউদ্দিন প্রধান, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত জানান