সোনারগাঁয়ে নৌকা প্রার্থীর বিজয়

প্রকাশিত

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল-আমিন সরকার নৌকা প্রতিকে ৭১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ডা. আব্দুর রউফ ঘোড়া প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৮৩৫ ভোট, আনারস প্রতিকে মাহবুব হোসেন সরকার পেয়েছেন ৩৪৯৫ ভোট এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মোঃ ইয়াসিন হাতপাখা প্রতিকে ১৭১২ ভোট পেয়েছেন।

আল-আমিন সরকার তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী বর্তমান চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফের চেয়ে ৩৩১৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হবেন। ঘোষনার অপেক্ষায় নেতা কর্মীরা।

সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল। এ ইউনিয়নে ২১ হাজার ১শ ৬৭জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার ১১ হাজার ২২ ও নারী ভোটার ১০হাজার ১ শ ৪৫ জন।

আপনার মতামত জানান