সোনারগাঁয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়েছে। এ সময় চারটি গুদাম ও তিনটি দোকান থেকে ৯ হাজার ৩ শত ৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। র্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইদ আনোয়ার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে হাবিবের মালিকানাধীন আল আমিন এন্ড ব্রার্দাস নামের একটি দোকান ও তিনটি গুদামকে ৩ লাখ টাকা এবং গাফফার স্টোরের মালিক আব্দুল গাফফারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা করে আসছিলেন। অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত জানান