সোনারগাঁয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত

সোনারগাঁয়ে প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস ডিস্টিবিশন কোস্পানী। বুধবার সকালে সোনারগাঁ পৌরসভার চাঁন্দেরকিত্তি এলাকা থেকে বারদী পর্যন্ত রাস্তার পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাস কোম্পানি গ্যাস পাইপগুলো তুলে নষ্ট করে নিয়ে যায়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ সংযোগ বিচ্ছিন্ন কওর। এ সময় তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যাক র‌্যাব ও পুলিশ উপস্থিত ছিলেন।

তিতাস ডিস্টিবিউশন কোম্পানি ডেপুটি ম্যানেজার রিফাত আবদুল্লাহ জানান, সোনারগাঁয়ের কিছু অসাধু ঠিকাদারের জোগসাজসে এলাকার প্রভাবশালীরা অবৈধভাবে কয়েক কিলোমিটার গ্যাস সংযোগ নিয়েছে। সরকারী নির্দেশ অমান্য করে তারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে সরকারের কোটি কোটি টাকার গ্যাস অপচয় করছে। এর আগেও এ লাইনটি কয়েক বার বিছিন্ন করা হয়। লাইনটি পুনরায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পুনরায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন তুলে বিচ্ছিন্ন করা হয়। কেউ যদি পুনরায় সংযোগ দিতে চায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এ দশ কিলোমিটার সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে এ লাইনের আওতায় প্রায় ৫ হাজার অবৈধ আবাসিক লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রতি মাসে সরকারের প্রায় ৯ কোটি টাকার গ্যাসের অপচয় রোধ হয়েছে।

এ অবৈধ সংযোগের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
গ্যাস পাইপ লাইন বিচ্ছন্ন করার সময় তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী সারোয়ার হোসেন, র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন চৌধুরী, টেকনিশিয়ান মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান