সোনারগাঁয়ে খুচরা বাজারে পিয়াজের দর ১৮০ টাকা

প্রকাশিত

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খুচরা বাজারে পিয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি । দেশের বিভিন্ন স্থানে পিয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪৫ টাকা কেজি দরে এই পিয়াজ বিক্রি করছে। কিন্তু নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলখ্যাত সোনারগাঁয়ে টিসিবির কোন বিক্রয় কেন্দ্র না থাকায় সাধারন মানুষ ১৮০ টাকা দরে পিয়াজ কিনতে বাধ্য হচ্ছে।

গতকাল সরেজমিন বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পিয়াজ ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মিয়ানমার থেকে আসা পিয়াজ তারা ১৭০ টাকা ও ১৮০ টাকা দরে বিক্রি করছে তবে শর্ত হলো পিয়াজ বেছে নেওয়া যাবেনা। পঁচা ও ভালো পিয়াজ মিলিয়ে নিতে হবে।

খুচরা বিক্রেতা মাসুদ মিয়া জানান, আমরা প্রতি কেজি পিয়াজ পাইকারী বাজার থেকে ১৬০ টাকা দরে কিনে আনি। তাই ১৭০ টাকার কমে বিক্রি করতে পারছি না।

পিয়াজের ক্রেতা রিপন হাসান জানান, শুধু শুনেই যাচ্ছি পিয়াজের দাম কমেছে। কিন্তু আমরা ১৭০ টাকার নিচে পিয়াজ কিনতে পারছি না।

আপনার মতামত জানান